সাগরপাড়ায় বিস্ময়কর আবিষ্কার: শরীর ছাড়াই একটি খুলি

সাগরপাড়ায় বিস্ময়কর আবিষ্কার: শরীর ছাড়াই একটি খুলি

Reported By:- Masud Rana

এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর উঠে আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে হাসপাতালের প্রাচীর ঘেষে কঙ্কালের মাথার খুলি উদ্ধার সাগরপাড়ায় । এই ঘটনা গতকাল শনিবার দুপুরে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । উদ্ধার হওয়া খুলিটি কার ? তা এখনও স্পষ্ট নয় । খুলি ছাড়াও ওখানে একটি দেহের হাড়ও উদ্ধার হয়েছে । ঘটনায় খবর দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশকে ঘটনার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিস। মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে । জানা গিয়েছে , শনিবার বিকেলে কিছু বাচ্চারা খেলা করার সময় খেলতে খেলতে হঠাৎ জঙ্গলের মধ্যে ঢুকে যাই তখন ওই খুলিটিকে পড়ে থাকতে দেখে । পরে বাচ্চারা বেরিয়ে এসে বিষয়টি জানান এরপরই লোক জানাজানি হতে পুলিস ঘটনাস্থলে যায়। এবং তদন্ত শুরু করে,, এখন প্রশ্ন হচ্ছে ওই মাথার খুলিটি কার, কোন দুষ্কৃতীরা কি খুন করে তদন্ত ধামাচাপা দেয়ার জন্য ওখানে ফেলে গিয়েছিল ? না কেউ কালো জাদু করার জন্য সেই খুলিটি কবরস্থান থেকে নিয়ে এসেছিল ? প্রশ্ন উঠছে কি বলছে স্থানীয়রা শোনাবো আপনাদের সঙ্গে থাকুন

Leave a Reply

error: Content is protected !!