এই মূহুর্তে গুরুত্বপূর্ণ খবর আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে। সেখানে উল্টে গেল বেসরকারি যাত্রীবাহী বাস। আবারও জানিয়ে রাখি,সাগরপাড়া থানার নটিয়াল মোল্লারচক এলাকায় উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনার পর নটিয়াল মোল্লারচক এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রচন্ড আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে। বহরমপুর থেকে সাগরপাড়ার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার বামদিকে উল্টে যায়। বাসের ভিতর কমপক্ষে ২০ জন যাত্রী ছিল। ছয় থেকে সাতজন জখম বলে জানা গিয়েছে। একজন শিশু গুরুতরভাবে জখম হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতরভাবে জখম শিশুকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারনে এই দুর্ঘটনা তা পরিস্কার নয়। তবে স্থানীয় বাসিন্দারা জানান,মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামদিকে উল্টে যায়। ওই জায়গায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। রাস্তার ওপর যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।