Skip to content
সঠিক কাজের দাবিতে আন্দোলনে নবিনগ্রাম গ্রামের মানুষ

সঠিক কাজের দাবিতে আন্দোলনে নবিনগ্রাম গ্রামের মানুষ

Reported By :- Masud Rana

সাগরপাড়ার নবিনগ্রাম এলাকায় চলমান রাস্তার নির্মাণ কাজ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে। জলঙ্গী পঞ্চায়েত সমিতির অর্থায়নে ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় সনৎ মন্ডল থেকে নওসাদ মন্ডল পর্যন্ত ৪৩৩ মিটার ঢালাই রাস্তার নির্মাণ কাজ চলছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা।

স্থানীয় পঞ্চায়েত সদস্য হজরত আলী অভিযোগ করেছেন যে, সিডিউল অনুযায়ী চার ইঞ্চি হাইটের এক নম্বর আধলা ইট ব্যবহার করার কথা ছিল, কিন্তু কাজ হচ্ছে এক ইঞ্চি ইটের মোরাম নিয়ে। তিনি জানান, ঠিকাদার সংস্থার মালিককে বিষয়টি জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি।

গ্রামবাসীরা বলছেন, যদি সঠিকভাবে কাজ না হয়, তবে তারা রাস্তার কাজ করতে দেবে না। তারা সরকারের নির্ধারিত সিডিউল অনুযায়ী ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছেন, “আমি বিষয়টি শুনেছি এবং ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করছি যাতে কাজটি সঠিকভাবে হয়।” তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন যে তাদের সুবিধার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এখন দেখার বিষয়, ঠিকাদার সংস্থা তাদের দায়িত্ব পালন করে কি না এবং গ্রামবাসীরা কীভাবে তাদের দাবি আদায় করে।

Leave a Reply

error: Content is protected !!