Reported By : News Desk
১৬ ই ডিসেম্বর, শুক্রবার, বেলডাঙ্গা থানার হাটের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে মাছ নিয়ে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির। পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে আসার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মাছ ব্যবসায়ী নিত্যানন্দ মন্ডল ও গাড়ির চালক ফারুক মোল্লার। এরপর বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।