সাতসকালে বোমাবাজির ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানীনগরে। বোমাবাজির ঘটনায় জখম দুজন। জখম দুজনের নাম মুরসালিম মন্ডল ও জাহাঙ্গীর আলম মন্ডল। জোট সমর্থক ও তৃণমূলের মধ্যে ঝামেলা বাঁধে বলে খবর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটিপাড়া এলাকায়। সকালবেলা বোমাবাজির ঘটনায় দুজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুজনকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূলের দাবি,"ডেপুটিপাড়া এলাকায় তাদের এক সমর্থক কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে হেঁটে বাড়ি ফিরছিলেন,সেই সময় জোটের কর্মীরা তাকে আচমকা মারধোর শুরু করে। পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে বাঁচাতে যায়। সেই সময় তৃণমূলের আরো এক কর্মীকে লক্ষ্য করে বোমা হামলা করা হয় বলে অভিযোগ। তাতেই তৃণমূলের দুজন কর্মী জখম হয়েছে বলে দাবি করা হয়। যদিও জোট কর্মীদের দাবি,"এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের কর্মীরা নিজেদের বোমায় নিজেরা জখম হয়েছে। এখানে জোটের কেও জড়িত নাই। যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সেই ব্যক্তি,বাড়িতেই ছিল না। নিমন্ত্রণ খেতে আত্মীয়ের বাড়িতে আছে।
ঘটনার পর ডেপুটিপাড়া এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।