Reported By:- News Desk
এবারে আর অন্য কোন রঙে নয়, টুকটুকে লাল শাড়িতে সেজে উঠলেন অভিনেত্রী সন্দীপ্তা। টুকটুকে লাল রঙে সেজে উঠেছেন অভিনেত্রী, যা পরে তাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তবে শুধুমাত্র লাল রঙে নয়, এর আগেও আমরা নানা রঙের শাড়িতে পোশাকে সেজে উঠতে দেখেছি সন্দীপ্তাকে, অভিনয়ের পাশাপাশি তিনি যে এত সুন্দর নাচ পরিবেশ করেন, তাও কিন্তু আমরা তার ইনস্টাগ্রাম পেজে গিয়েই দেখতে পেয়েছি। অভিনেত্রীর সুন্দর মুখশ্রী, সুন্দর চোখ, সুন্দর নাক এবং ঠোঁটের প্রেমে পড়বে না, এমন প্রেমিক মানুষ কিন্তু এই পৃথিবীতে নেই, অসাধারণ সৌন্দর্যে ভরা অভিনেত্রী, তাইতো তাকে যে কোন রং যে কোনো পোশাকেই অসাধারণ মানিয়ে যায়, Instagram এ গিয়ে একবার দেখে আসবেন কিংবা শাড়ি অথবা যে কোন পোশাকেই তিনি সুন্দরী হয়ে ওঠেন।