Skip to content
সন্ধ্যা প্রকাশনের বইমেলায় নতুন লেখকদের উন্মোচন

সন্ধ্যা প্রকাশনের বইমেলায় নতুন লেখকদের উন্মোচন

Reported By:- News Desk

৪ঠা ফেব্রুয়ারী ২০২৫ অর্থাৎ মঙ্গলবার, কলকাতা বইমেলার অষ্টম দিনে সন্ধ্যা প্রকাশন তাদের স্টলে এক ঝাঁক তারকার উপস্থিতিতে নতুন লেখকদের সাহিত্যের বই প্রকাশের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাবিদ ও শিক্ষাবিদ পবিত্র সরকার, আইপিএস লেখক নজরুল ইসলাম, সাহিত্যিক নলিনী বেরা, শিশু সাহিত্যিক ও সম্পাদক চুমকি চট্টোপাধ্যায় এবং কবি সুস্মেলি দত্তসহ বিশিষ্ট অতিথিরা। সন্ধ্যা প্রকাশন থেকে প্রকাশিত ২৫টি বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো লেখক তাপস মিশ্রের 'ফারেশা খাতুন' ও 'আকাঙ্ক্ষা জেগে আছে', ডাক্তার কয়েলি দত্তের ইংরেজি বই, মিলি ভট্টাচার্যের 'তারাদের কথা', সাংবাদিক গৌতম ভ্রম্ভের 'কবিরাজ কথা', এবং সাংবাদিক জয়জ্যোতি ঘোষের ক্রিকেট বিষয়ক বই 'নস্টালজিয়া এবং ক্রিকেটীয় রোমান্স'। প্রকাশনার কর্ণধার শংকর দত্ত জানান, তাদের উদ্দেশ্য হলো নতুন লেখকদের সাহিত্যের ক্ষেত্রে উৎসাহিত করা এবং পাঠকদের কাছে তাদের পরিচিত করে তোলা। তিনি বলেন, "নতুনদের যদি উৎসাহিত না করে কোনো প্রকাশক, তবে তাঁদের আর পাঠক চিনবেন না। তাই আমাদের এই প্রচেষ্টা।" এই উদ্যোগের মাধ্যমে সন্ধ্যা প্রকাশন একটি নতুন যুগের সূচনা করলো, যেখানে নতুন লেখকরা সাহিত্যের আলোয় আসবেন এবং পাঠকদের হৃদয়ে স্থান পাবেন।

Leave a Reply

error: Content is protected !!