সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By Binoy Roy

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী - তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বললেন, তার নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির ধন-সম্পদ বেড়েছে, ভারত সরকারের দ্বারা পাওয়া তথ্য সে কথা প্রমান করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতবর্ষে আদানি ও আম্বানি রাজত্ব চলছে। ভারতের সাধারণ মানুষের বেচে থাকা দায় গ্রস্ত, তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি এবং আম্বানি। মোদি তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক। তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন দূরত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতবর্ষের মোট সম্পদের ৬৫ শতাংশের মালিক, ভারতবর্ষের দশ শতাংশ উচ্চ বিত্তবান মানুষেরা। যখন করোনা মহামারীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিলো , সেই সময় এই আদানি ও আম্বানি দুই কোম্পানি সবথেকে বেশি লাভ করেছে বরং 40 থেকে 50 শতাংশ তাদের লাভ বৃদ্ধি হয়েছে। তাই তিনি মোদিকে কটাক্ষ করে বললেন যারা দেশকে শোষণ করে মোদি তাদেরকে পোষণ করেন । সেজন্য নির্বাচনের আগে মোদি সরকারের এই সমস্ত মিথ্যা ভাষণের কোন দাম নেই । তাই আজ সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের পরিমানে কি হারে বাড়ছে এবং জিনিসের দাম ক্রমশই বেড়ে চলেছে। এই সকল বিষয় যখন ভারতবর্ষের সাধারণ মানুষসয়ের দৃষ্টিতে , তারা থকিন সেগুলি বিরুদ্ধে বিরোধিতা করছে । তাই আতঙ্কিত মোদী, হতাশাগ্রস্থ মোদী, যা মনে আসছে তাই বলছে, যার কোন গুরুত্ব নেই।

Leave a Reply

error: Content is protected !!