Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী

Reported By:- Binoy Roy

সাংবাদিক বৈঠকে তিনি বললেন পশ্চিমবঙ্গে একটা আসনে কংগ্রেস জয়লাভ করেছে সুতরাং অনুভূতিটা খুবই ভালো । তিনি আবারও বললেন মানুষ ভোট দেয়নি, তাই তিনি হেরেছেন হেরেছেন বলে তিনি কোন অজুহাত দেখাচ্ছেন না বা আগেও দেখায়নি, এরপরে কোন আর বাড়তি কথা থাকতে পারে না। তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাই যেসব জায়গাতে কংগ্রেস ও সিপিআইএম অথবা বিজেপি বেশি ভোট পেয়েছেন সে বিষয়ে বললেন পশ্চিমবঙ্গের তৃণমূলের এই নোংরা রাজনীতি এই জন্যই তার ভালো লাগেনা। তিনি আরো বললেন দয়া করে যেন এবার হিংসাটা বন্ধ হোক এত ভোটে জয়লাভ করেও যদি দিদি খুশি না হয় তাহলে তো আর কোন কথা বলারই থাকে না। ভোট তো সম্পূর্ণ হলো দিদি তো বিপুল ভোটে জয়লাভ করলেন। এখন দিদির প্রধানমন্ত্রী হবেন খোকাবাবু মুখ্যমন্ত্রী হবেন সেটাই প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এরপরে সাধারণ ভোটার ও কর্মীদের ওপর হামলা করে কি লাভ পাচ্ছেন। সাধারণ কর্মী ও সাধারণ মানুষদেরও হয়ে তিনি বললেন তাদের উপর হামলা ও মারধর করার চেয়ে আমাদের মত রাজনৈতিক নেতাদের সোজা জেলে ভরে দিত তাও যদি রাজ্যে বিশৃঙ্খলা বজায় থাকে।লোকসভা নির্বাচনে পরাজয়ের পর সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বললেন, রাজনীতি সবসময় নিজের ইচ্ছামত হয় না, আগে অপরাজিতা ছিলাম এখন পরাজিত হয়ে থাকতে হচ্ছে। তিনি এটাও বললেন পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতাদেরই জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে, কখনো ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে আবার কখনো রাহুল গান্ধীকেও হারতে হয়েছে। সাধারণত বলতে গেলে মানুষ ভোট দেননি অথবা বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে আশীর্বাদ করেননি সেজন্য তিনি পরাজিত হয়েছেন। তিনি এটাও বললেন সেই পরাজয় টাকে মেনে নেওয়া সমস্ত রাজনৈতিক নেতাদের দায়িত্ব তাই তিনি একটি মেনে নিচ্ছেন। তিনি বললেন মানুষ যা করেছে ঠিক করেছে সুতরাং আমি হেরেছি।​

Leave a Reply

error: Content is protected !!