লোকসভা ২০২৪ , আর এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আগামী ৪ঠা জুন, জেলা রাজ্য এবং গোটা দেশে তার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে গোটা দেশে নির্বাচন কয়েক ঘন্টা বাকি , তারপরেই ফলাফল , বিভিন্ন প্রার্থীরা এই ফলাফলের দিকে চেয়ে বসে আছে , মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লড়াইটা হয়েছিল ত্রিমুখী , যদিও বাম কংগ্রেস জোট CPIM রাজ্য সম্পাদক অর্থাৎ হেভিওয়েট নেতা মহ সেলিম সাথে লড়াইটা ছিল তৃণমূলের আবু তাহের খানের। এই আসনের অধিকাংশ মানুষ বলছে এবারের লড়াইয়ে জিততে পারে মোহাম্মদ সেলিম, তবে অনেকেই আবার বলছে আবু তাহের খান তিনি আছেন খোশ মেজাজে অর্থাৎ তিনিই শেষ হাসি হাসছেন শুনে নিব তিনি কি বলছেন