সবুজায়নের কথা মাথায় রেখে আরো একবার প্রচেষ্টা ফাউন্ডেশন এর মহৎ উদ্যোগ

সবুজায়নের কথা মাথায় রেখে আরো একবার প্রচেষ্টা ফাউন্ডেশন এর মহৎ উদ্যোগ

Reported By : News Desk
৬ ই এপ্রিল , বৃহস্পতিবার, টেকার স্ট্যান্ড এ সুপ্রভা এনজিও ওর স্কুল এ দূর্বাদল বাবুর জন্মদিন উপলক্ষে বিকেলের টিফিনের প্যাকেট ও কেকের সঙ্গে একটি করে গাছ (গোলাপ,মেহিগুনি) বিতরণ করা হয়। দূর্বাদল বাবুর জন্মদিন উপলক্ষে এদিন ছোট শিশুদের সঙ্গে তার জন্মদিন পালন করা হয়।

তিনি চেয়েছিলেন, তাদের ভালোবাসার মানুষদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে। সেই মতো তার উপস্থিতিতেই প্রায় ৫০ জন মানুষকে কেক, টিফিন প্যাকেট ও বিশ্ব সবুজায়ন এর লক্ষে প্রত্যেক শিশুর হাতে গাছ তুলে দেওয়া হয়। নিজে হাতে দূর্বাদলবাবু তাদেরকে খাবার পরিবেশন করেন। আর জন্মদিনে দূর্বাদলবাবুকে প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ইনডোর গাছ উপহার দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!