Reported By : News Desk
৬ ই এপ্রিল , বৃহস্পতিবার, টেকার স্ট্যান্ড এ সুপ্রভা এনজিও ওর স্কুল এ দূর্বাদল বাবুর জন্মদিন উপলক্ষে বিকেলের টিফিনের প্যাকেট ও কেকের সঙ্গে একটি করে গাছ (গোলাপ,মেহিগুনি) বিতরণ করা হয়। দূর্বাদল বাবুর জন্মদিন উপলক্ষে এদিন ছোট শিশুদের সঙ্গে তার জন্মদিন পালন করা হয়।