৩ রা জানুয়ারী, মঙ্গলবার, বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ৪২ তম মুর্শিদাবাদ জেলা বইমেলায় গাছ নিয়ে হাজির প্রচেষ্টা ফাউন্ডেশন। গোটা পৃথিবী জুড়ে গাছের সাথে বই এর সম্পর্ক কি সেটা সকলেই জানে। সেই সম্পর্ককে আরো মধুর করে তোলার জন্য প্রচেষ্টা ফাউন্ডেশন ২০০ টি গাছ নিয়ে হাজির বইমেলাতে। গোটা জেলার পুস্তক প্রেমী মানুষ আসে বই কিনতে, বই সম্পর্কে জানতে। সেই মানুষদের কাছে গাছের উপকারিতা নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে প্রচেষ্টা সংগঠন।করোনা কালে মানুষ বুঝেছে গাছের কি উপকারিতা। আগে মানুষ অপ্রয়োজনীয় ভাবে গাছ কেটে ফেলেছে। আর এখন সেই ভুল যাতে না করে সেই সচেতনার প্রচার নিবিড়ভাবে করে চলেছে প্রচেষ্টা ফাউন্ডেশন।
বইমেলাতে আজ ২০০ জনের কাছে ফল, ফুল সহ অন্য ধরনের গাছ বিতরণ করা হয়। জেলার বাইরের মানুষও গাছ সংগ্রহ করেছেন এদিন। আজ গাছ বিতরণে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস, চিকিৎসক মানস দেব মাঝি, অরূপা দিদি, সোমা ম্যাডাম, জেলার বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারিক ও প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্য ও সদস্যাবৃন্দ। গোটা বিশ্ব জুড়ে সবুজায়নের লক্ষ্যে প্রচেষ্টা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আগামী দিনেও করে যাবে। মানুষও এই প্রোগ্রামে নিজেরা আগ্রহ করে গাছ সংগ্রহ করেছেন।আর এটাই তাদের কাছে আশার আলো।