Skip to content
সবুজ আবির উড়লো মাদ্রাসায়, বিজয় মিছিল তৃণমূলের!

সবুজ আবির উড়লো মাদ্রাসায়, বিজয় মিছিল তৃণমূলের!

Reported By:-  মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচলন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। এবং সোমবার ভোরে তার ফলাফল প্রকাশ হয়। ৬ এর মধ্যে ছটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়। সবুজ আবির উড়লো মাদ্রাসায়। এ প্রসঙ্গে করণদীঘির বিধায়ক গৌতম পাল বলেন, গণনা কার্যে একটু দেরি হয়েছে।

তবে যেমনটা আশাবাদী ছিলাম তেমনই হয়েছে। ৬ টি আসনেই তৃণমূলের জয় হয়েছে। তাই গোপালপুর, কান্তিরপা সহ বিভিন্ন অঞ্চলে বিজয় মিছিল বের করা হয়েছিল। ঠিক এমনভাবেই আমরা ২৪ এর লোকসভা ভোটেও জয়ের মুকুট পড়বো। জয়ী তৃণমূল প্রার্থীরা হলেন মতিউর রহমান, আবোল হুসেন, মহিরুদ্দিন, মহঃ বেলাল, শরিফ আলি মহিলা বিভাগ থেকে ফরিদা বিবি জয়ী হন।

Leave a Reply

error: Content is protected !!