কলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ অনুষ্ঠিত হয়েছে অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে', যেখানে প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে সমাজে অল্পবয়সী মেয়ে ও মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। "বলতে তো চাই অনেক কিছু কিন্তু বেশি কথা বলা বোধহয় সমীচীন নয়," বলেন তিনি, যা সমাজের মধ্যে নারী ও মেয়েদের প্রতি সম্মান বৃদ্ধির আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে।