উড়িষ্যায় হেনস্তা হতে হয়েছে বাংলার শ্রমিকদের। বাংলার ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমিকদের প্রতি কেন এই দ্বিচারিতা করা হচ্ছে সর্বত্র। মূলত মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকরা। আজ বুধবার দুপুরে দীর্ঘ সময় ধরে সামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের দাবি- এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন। কিন্তু তারা এবার কাজ পাবেন কোথায়? আর খাবারই বা পাবেন কোথায়? কেন তাদের কাজের ব্যবস্থা করা হচ্ছেনা- মূলত এই দাবিতেই তারা পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে লাঠিচার্জ করার পাশাপাশি, টিয়ার গ্যাসও চালাতে হয় পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত পরিস্থিতি রয়েছে থমথমে। তবে যে কোনো সময় ঘটতে পারে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা। যদিও সেই বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে পুলিশ।