সমাজকল্যাণে অনন্য দৃষ্টান্ত ২৫ জোড়া নবদম্পতির গণ বিবাহ অনুষ্ঠান

সমাজকল্যাণে অনন্য দৃষ্টান্ত ২৫ জোড়া নবদম্পতির গণ বিবাহ অনুষ্ঠান

News Desk

সম্প্রতি বাল গোবিন্দ ভক্তবৃন্দ, লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ-এর যৌথ তত্ত্বাবধানে সফলভাবে অনুষ্ঠিত হলো এক বৃহৎ গণ বিবাহ অনুষ্ঠান। সমাজকল্যাণমূলক এই আয়োজনে মোট ২৫ জোড়া বাঙালি সহ অন্যান্য সনাতনী পরিবারের নবদম্পতির শুভ বিবাহ সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানের প্রথাগত রীতি-রেওয়াজ, বৈদিক মন্ত্রোচ্চারণ, এবং আচার–অনুষ্ঠান মেনে সম্পন্ন করা হয়।

আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা শুধু বিবাহ আয়োজনেই সীমাবদ্ধ নন—নবদম্পতিদের পরবর্তী জীবনের সুরক্ষা, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সাহায্য প্রদানের ক্ষেত্রেও তাঁরা অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Translate »
error: Content is protected !!