Skip to content
সমাজসেবীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ডালখোলায়

সমাজসেবীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ডালখোলায়

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলাঃ

১৮ই জানুয়ারি, বৃহস্পতিবার বিতরণ করা হয় প্রায় ২৫০ থেকে ৩০০ কম্বল। সমাজসেবী ও বিজেপি নেতা আবদুল জলিলের ডাকে সাড়া দিয়ে ডালখোলায় কম্বল বিতরণে সামিল হন সমাজসেবী তথা বিজেপি নেতা ডক্টর শচীন প্রসাদ। ডালখোলা – দৌলতপুরের ১২ নং ওয়ার্ডে এই বিতরণী কার্য হয়। এই সম্পর্কে সমাজসেবী তথা বিজেপি নেতা আবদুল জলিল বলেন, শচীন প্রসাদ সমগ্র জেলার বিভিন্ন অঞ্চলে সমাজসেবামূলক কাজ করে থাকেন। জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রং সব ভুলে তিনি নিযুক্ত হন সমাজসেবায়।

Leave a Reply

error: Content is protected !!