Skip to content
সমাজে একতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে C.I.D-এর ইফতার মাহফিল

সমাজে একতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে C.I.D-এর ইফতার মাহফিল

Reported By Subham Roy

১৮ই মার্চ, ২০২৫ তারিখে, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার C.I.D-র উদ্যোগে বহরমপুরে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭তম মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৫০-৬০ জন মানুষ একত্রিত হয়ে একসাথে ইফতার করেন।

 

এই মাহফিলের মূল উদ্যোক্তা ছিলেন DSP অমলেশ বালা, যিনি অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে একতা এবং শান্তি প্রতিষ্ঠা করা। ইফতার মাহফিলের মতো অনুষ্ঠানগুলি মানুষকে একত্রিত করার একটি সুন্দর উপায়।”

 

উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এবং তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেয়। C.I.D-র কর্মকর্তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে।

 

শেষে, উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের জন্য C.I.D-কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও আয়োজনের আশা ব্যক্ত করেন।

Leave a Reply

error: Content is protected !!