আর সেই ভিডিওতে তাকে দেখা গেছে সি-গ্রীন রংয়ের মোনোকিনি এবং ম্যাচিং থাই স্লিট স্কার্টে। খোলা চুল, চোখে সানগ্লাস, কিন্তু শরীরের বেশিরভাগ অংশ বেআব্রু। আর এই লুকেই ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে নাচ করলেন অভিনেত্রী। নিজেকে এক্কেবারে উন্মুক্ত করে মেলে ধরলেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘বেশরম রং। এটা আমাকে করতেই হল তার দুটো কারণ, একটু হল যে এই পরিবেশ আমাকে এটা করতে বাধ্য করল, তাছাড়া আমার বন্ধুরা অনেকেই আমাকে এটা করার জন্য বলছিল’।