Reported By:- Subham Roy
করোনা অতিমারি অর্থাৎ ২০২০ সালের পর থেকেই ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে মালদ্বীপ (Maldives)। বিদেশ ভ্রমণের প্রসঙ্গ উঠলেই বেশিরভাগ মানুষ এখন মালদ্বীপের নামই সর্বাগ্রে রাখেন। বিশেষ করে বলিউড এবং টলিউড তারকাদের কাছে অবসর সময় কাটানোর প্রিয়তম স্থান মালদ্বীপ। টলিপাড়ার প্রথম সারির অধিকাংশ নায়িকা ইতিমধ্যেই ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। পিছিয়ে নেই টেলি পাড়ার অভিনেত্রীরাও। এবার সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri) শেয়ার করলেন মালদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি।
বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ সম্পূর্ণা লাহিড়ী। বিভিন্ন চ্যানেলের একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি। তবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পান স্টার জলসার ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’এ (Bangla Medium) অভিনয় করে। যদিও সিরিয়ালের শেষ পর্যন্ত দেখা যায়নি তাঁকে। মাঝ পথেই অজানা কারণ বশত বাদ দিয়ে দেওয়া হয় সম্পূর্ণাকে। বাংলা মিডিয়ামও শেষ হয়ে গিয়েছে মাত্র কিছুদিন হল। তবে সম্পূর্ণা এর মধ্যে নতুন কোনো প্রোজেক্টের খবর জানাননি।