Skip to content
“সম্পূর্না”

“সম্পূর্না”

‘ চেষ্টার সঙ্গে ভাগ্য সহায় থাকলে যে কোনো উদ্যোগই সহজ হয়ে যায় “এই কথাকে বিশ্বাস করে তাকে বাস্তবে রূপদান করেছেন হুগলীর পল্লবী সাউ।বাজার চলতি যে কোনো স্যানিটারি ন্যাপকিনের তিনভাগের একভাগ দামে বাজারে এনেছে “সম্পূর্না” তৈরি প্যাড “উইংস”।ইতিমধ্যেই ৯০০ কাউন্টার চলছে সম্পূর্নার।হুগলী এবং তাদের উত্তর চব্বিশ পরগনার সরকারি হাসপাতালের টেন্ডারও পেয়েছে সম্পূর্না।তাছাড়াও ডোর টু ডোর সেল চলছে পুরোদমে।
পল্লবীর কথায় গ্রামের সাধারন দরিদ্র মানুষদের জন্য এই প্যাড এক কথায় মুশকিল আসান।

লকডাউনের সময় ব্যবসা ধাক্কা খেলেও আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে শুধুমাত্র মেয়েদের চালিত এই কর্মযজ্ঞ ।মাত্র ৬ জন কর্মচারী নিয়ে শুরু হওয়া সম্পূর্না আজ ২০০ জনের বেঁচে থাকার ভরসা।

Leave a Reply

error: Content is protected !!