সম্প্রতি কাপ ফুটবল ফাইনাল খেলা খেলা অনুষ্ঠিত হল রানীনগর থানা প্রাঙ্গনে।

সম্প্রতি কাপ ফুটবল ফাইনাল খেলা খেলা অনুষ্ঠিত হল রানীনগর থানা প্রাঙ্গনে।

Reported By:- Masud Rana

YouTube Link:- https://youtu.be/ch5ewDVHZmo

সম্প্রতি কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিত হল রানীনগর থানা প্রাঙ্গনে। রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জানাগেছে গত শুক্রবার থেকে এলাকার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহন করেন। সেদিন থেকেই ফুটবল খেলা শুরু হয়। রবিবার ছিল ফাইনাল খেলা। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার ফুটবল প্রেমী মানুষজনেরা। রানীনগর থানা অ্যাথলেন্টিক ক্লাব এবং রানীনগর নেতাজী ষ্পোর্টিং ক্লাব ফাইনালে অংশ নেই। খেলা শেষে টসের মাধ্যমে রানীনগর থানা অ্যাথলেন্টিক ক্লাব জয়লাভ করে। খেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালবাঘ তন্ময় সরকার, ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন, রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, গোধনপাড়া গ্রামীন হাসপাতালের চিকিৎসক থেকে বিশিষ্টজেরা।

Leave a Reply

error: Content is protected !!