সম্প্রতি মানুষখেকো কুমিরের রীতিমতো উপদ্রব বেড়েছে বহরমপুর শহর সংলগ্ন গঙ্গায়

সম্প্রতি মানুষখেকো কুমিরের রীতিমতো উপদ্রব বেড়েছে বহরমপুর শহর সংলগ্ন গঙ্গায়

Reported By : Binay Roy
১৯ ই সেপ্টেম্বর, মঙ্গলবার, সম্প্রতি মানুষখেকো কুমিরের রীতিমতো উপদ্রব বেড়েছে বহরমপুর শহর সংলগ্ন গঙ্গায়। দিন কয়েক আগেই একটি বৃহদাকার কুমিরের দেখা পাওয়া গিয়েছিলো বহরমপুরের ফরাসডাঙ্গা ঘাটে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিলো স্থানীয়দের মধ্যে। যথারীতি খবর দেওয়া হয়েছিলো পুলিশ প্রশাসনের পাশাপাশি বন দপ্তরেও। তবে তার কোনো সমাধান মেলেনি এখনও। এরপর সোমবার রাতে বহরমপুরের রাধারঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে কুমিরের পাল্লায় পড়ে এক মৎস্যজীবী। কুমিরের কামড়ে রীতিমতো জখম হয় তার একটি পা। বর্তমানে আক্রান্ত রামপ্রসাদ চৌধুরী নামে ওই মৎস্যজীবী চিকিৎসাধীন রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার বাম পায়ে ১৬টি সেলাই করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবে শহর সংলগ্ন এলাকায় গঙ্গার ঘাটে কুমিরের উপদ্রবের খবর জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসীর মধ্যে।

Leave a Reply

error: Content is protected !!