Skip to content
সম্প্রীতির সেতুবন্ধনে শেরশাহবাদিয়া ও নস্য শেখ জনগোষ্ঠী রসাখোয়া তে ইফতার মাহফিল

সম্প্রীতির সেতুবন্ধনে শেরশাহবাদিয়া ও নস্য শেখ জনগোষ্ঠী রসাখোয়া তে ইফতার মাহফিল

Reported BY:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের রসাখোয়া আল জামিয়াতুল হাফিজিয়া সিরাজুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণ সোমবার সাক্ষী থাকল এক অনন্য সম্প্রীতির দৃশ্যের। দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাসরত শেরশাবাদিয়া ও নস্য শেখ জনগোষ্ঠীর ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে আয়োজিত হলো এক বিশেষ ইফতার মাহফিল। শেরশাহবাদিয়া বিকাশ পরিষদ ও নস্য শেখ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিল সমাজের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা বহন করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরশাহবাদিয়া বিকাশ পরিষদের জেলা কার্যকরী সভাপতি হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক সেখ শামসুল, খ্যাতনামা চিকিৎসক মুর্তাজা কামাল, জেলা পরিষদের প্রাক্তন সদস্য ভবন ঘোষ, সমাজসেবী মোহনলাল সিংহ, মাইনুল হক, শেরশাহবাদিয়া সংগঠনের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, জুল্লুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। এই মাহফিলকে কেন্দ্র করে হাজী সাহাবুদ্দিন বলেন, “আমাদের এই বন্ধন যুগ যুগ ধরে অটুট ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সম্প্রীতির আলোয় আমাদের সমাজ আরও আলোকিত হবে।” সেখ শামসুলও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে এগিয়ে গেলে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব।” চিকিৎসক মুর্তাজা কামাল বলেন, “এই ইফতার মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক বন্ধনের উৎসব।” এই ইফতার মাহফিল একদিকে যেমন রোজাদারদের জন্য শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করেছে, তেমনই শেরশাহবাদিয়া ও নস্য শেখ জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে। সম্প্রীতি, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগই যে সমাজের উন্নতির চাবিকাঠি, এই আয়োজন সেটাই প্রমাণ করল।

Leave a Reply

error: Content is protected !!