Reported By : News Desk
১১ ই নভেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদের নবগ্রাম থানার সর্বনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে জানা যায়, নবগ্রামের পাঁচগ্রাম থেকে কলকাতাগামী একটি সরকারি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আর সাইকেল আরোহী রাস্তা পেরোতে গেলে বাসের ধাক্কায় ছিটকে পড়ে সে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়াফত সেখ নামে ওই ব্যক্তির। শুক্রবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আরও জানা যায়, ওই মৃত ব্যক্তি স্থানীয় সর্বনগর গ্রামের বাসিন্দা। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর ঘাতক গাড়ির ড্রাইভার পলাতক।