উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের লাহুতারা ২ নম্বর পঞ্চায়েতের উত্তর পাশের বালিচর ডেভলপ টিউশন সেন্টার এর পক্ষ থেকে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার।
এদিন নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, কুইজ প্রতিযোগিতায় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টুঙ্গীদিঘির বালিচর ডেভলপ টিউশন সেন্টার এর পড়ুয়ারা। অনুষ্ঠানে অতিথি হিসেবে হয়ে ১৪ নম্বর জেলা পরিষদের সমস্যার প্রতিনিধি হরে কৃষ্ণ জানান সরস্বতী পূজা উপলক্ষে আজকে এই টিউশনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে, ছেলে মেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বালিচর ডেভলপ টিউশন সেন্টার এবং ছেলেমেয়েরা যাতে আরো এগিয়ে যায় এই কামনা করছি। বালিচর ডেভলপ টিউশন সেন্টার এর এক সহকারী শিক্ষক জানান সরস্বতী পূজা উপলক্ষে আমাদের বালিচর ডেভলপ টিউশন সেন্টার এর ছেলেমেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েরা যাতে ভালো একটা জায়গাতে পৌঁছাতে পারে সে জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।