সোমবার দুপুরে বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি হোটেলে সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারীর নির্দেশে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই স্ক্যানারে নাম থাকা বিভাস চন্দ্র অধিকারী এই নতুন দল গঠনের পরে এই প্রথম মুশিদাবাদে তাদের কর্মীসভা। এদিন বিভাস অধিকারী জানিয়েছেন, তাদের এটি একটি নতুন রাজনৈতিক দল। আজ তাঁদের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু আসনে তারা লড়াই করবে। গত পঞ্চায়েত নির্বাচনে তারা বেশ কিছু আসনে লড়াই করে জিতেছেন।