সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reported By : Binay Roy
৩ রা সেপ্টেম্বর, রবিবার, বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে আগত সাঁতারুদের অভিনন্দন জানিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বললেন, আজকের দিনটা গর্বের দিন, আনন্দের দিন। বাংলা যত গেমস এবং স্পোর্টসে উন্নতি করবে সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়ে উঠবে। আনন্দিত হবে বাংলার মানুষও। এরপর তিনি জানান, ২০১১ সালে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে তারা বিভিন্ন ক্লাব এবং এসোসিয়েশনকে অনেক অর্থ দান করেছেন যাতে খেলাধুলার মান আরও বৃদ্ধি পায় এবং যুবসমাজ আরও এগিয়ে যেতে পারে। সরকারের সহযোগিতা আগেও ছিল এবং আগামী দিনেও থাকবে বলে তিনি জানান। আমরা জানি, পূর্বে যেসব সাঁতারুরা চ্যাম্পিয়ন হত গভর্মেন্ট তাদেরকে চাকরি দিত। কিন্তু এ প্রসঙ্গে স্নেহাশীষ চক্রবর্তী বললেন, চাকরিটাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। কারণ এই সাঁতারুদের দিকে আমরা অর্থাৎ বাংলার মানুষ তাকিয়ে আছে তারা আগামী দিনে এই দেশের মুখ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করবে।

Leave a Reply

error: Content is protected !!