Reported By : Binay Roy
১১ ই জুলাই, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী বললেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যে অভূতপূর্ব সন্ত্রাস হয়েছিল সেই সন্ত্রাস উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে এবং দেওয়ার চেষ্টা করেছিল। এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন প্রভসনে রূপান্তরিত হয়েছে। যেই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার বুথে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল। সেখানে মাত্র সাতশোর আশেপাশে বুথে রিপোলিং হয়েছিল। এত প্রতিকূলতার মধ্যেও যেসব বুথে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সেসব জায়গায় মানুষ ভোট দিয়েছে। তিনি আরো বললেন গতকাল যে রিপোলিং হলো তাতে শুধুমাত্র বুথের ভেতরে সন্ত্রাসমুক্ত ছিল এবং বুথের চারিদিকে সন্ত্রাসে ভরপুর হয়েছিল। তিনি এই বৈঠকে পুলিশকে কটাক্ষ করলেন এবং বাংলার মানুষকে অভিবাদন দিলেন যে তারা এত সন্ত্রাসকে উপেক্ষা করে গিয়ে ভোট দিয়েছেন। তিনি এটা বললেন যদি পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হতো তাহলে নির্বাচনের ফলাফল সাগর দিঘির মতো হতো। ঠিক অনেকটা কংগ্রেসের পক্ষে।