Reported By : Binay Roy
২২ শে জুলাই, শনিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে এবার বাড়ি ঘেরাও নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী। চুরি যেভাবে বাংলায় শিকড় বিস্তার করেছে তাতে কোথাও নেতা নেত্রীরা দূরে নয়। তৃণমূলের নেতা-মন্ত্রীদের মধ্যে যেভাবে দুর্নীতিগ্রস্ত লোকের সংখ্যা দিন দিন বাড়ছে ভয়াবহভাবে তাতে বাড়ি ঘেরাও কর্মসূচি নিলে আগামী দিনে মানুষ তাদের বাড়িও ঘেরাও করবে। কারণ সকলের টাকা জমা আছে তাদের কাছে; হাজার কোটি টাকা ঘুষ নিয়ে বসে আছে তারা কত যে প্রতিশ্রুতির বিনিময়ে তা আমরা কেউই জানি না। তাই অধীর বাবুর বক্তব্য, এবার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি হোক।