Reported By : Binay Roy
২৩ শে জুলাই, রবিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বাংলার পুলিশ কে কটাক্ষ করলেন ও বললেন তারা কখনো অপরাধীদের বিরুদ্ধে কোন কাজ করবেন না, বরং যারা অপরাধের শিকার তাদেরকে গ্রেফতার করেন। আমাদের বাংলা সরকারের ব্যর্থতা ও পুলিশের ব্যর্থতা থাকার কারণে বাংলায় পুলিশ সর্বদাই অত্যাচারীদের পাশে থেকে অত্যাচারীদের মদত করে। এই বাংলায় আজ অত্যাচারী দ্বারা তারা হলো স্বীকৃত তারা সরকারের প্রটেকশন পায়। বাংলায় যে নিন্দা যেন ঘটনা ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে। এবং তিনি এটাও বললেন কে করেছে বা কোন পার্টির লোক করেছে? সেটা কোন দেখার বিষয় না অপরাধ যে করেছে তাকে গ্রেফতার করো। এবং তিনি আরো তৃণমূলকে কটাক্ষ করে বললেন অপরাধীদেরকে যারা বাঁচাতে আসবে তারা তৃণমূল। এবং ওখানকার পুলিশ অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে তার মানে একটাই তারা হলো তৃণমূলের লোক। এটা বোঝার জন্য এটা বোঝার জন্য কোন রকেট সাইন্স এর দরকার হয় না এটা কমনসেন্স। পুলিশ বাঁচাতে চেষ্টা করছে মানেই তৃণমূল বাঁচাচ্ছে অপরাধীদেরকে।