Reported By : Binay Roy
১৮ ই আগস্ট, শুক্রবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, যখন কোভিড হয়েছিল তখন তিনি নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিতে মুখ্যমন্ত্রীকে আবেদন করা হয়েছিল পশ্চিমবঙ্গে সরকারি দপ্তরে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট খোলার জন্য। কারণ পরিযায়ী শ্রমিকরা জানে না কোথায় যেতে হয় কি বলতে হয়। সেই সময় অধীর বাবু এটাও বলেছিলেন যে, পরিযায়ী শ্রমিকরা যে বাইরে যাচ্ছে সে রাজ্যের বাইরে হোক বা দেশের বাইরে হোক তারা কিন্তু বাংলার অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে যোগদান করছে। কারণ তারা রোজগার করে যে টাকাটা পাঠাচ্ছে তাতে কিন্তু গ্রামবাংলায় বাজার তৈরি হয়, আর তাতে আমাদের রাজ্যের রোজগার হয়। তারা শয়ে শয়ে, হাজারে হাজারে টাকা রোজগার করে তাদের গ্রামে পাঠাচ্ছে তাদের পরিবারে পাঠাচ্ছে। আর সেই টাকাটা তো খরচ হচ্ছে স্থানীয় বাজারে। ফলে তাদের রোজগারের টাকায় বাংলার আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে। এরপর তিনি আরও বললেন, কোভিডের আগে তার নিজেরই ধারণা ছিল না যে পশ্চিমবঙ্গ থেকে এত পরিযায়ী শ্রমিক বাইরে আছে। কোভিডের সময় তিনি বুঝতে পেরেছিলেন যে হাজার হাজার বাংলার মানুষ বেকার, তারা রুটিরুজির স্বার্থে তারা রাজ্যের বাইরে দেশের বাইরে আছেন।