Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By : Binay Roy
২৩ শে আগস্ট, বুধবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, চন্দ্রযান অভিযান ভারতবর্ষের বিজ্ঞানীদের উৎকর্ষতা, দক্ষতা, যোগ্যতার প্রমাণ। এই চন্দ্রযান-৩ এর যাত্রা আজকে নয় ১৯৬২ সালে শুরু হয়েছিল। ইসরো হল ষাটের দশকের। অর্থাৎ মহাকাশে অভিযানের শুরু হয়েছিল ষাটের দশকে। মহাকাশ অভিযানের ভাবনা প্রথম করেছিলেন বিক্রম সারা ভাই। এরপর এত যুগ ধরে এত বছর ধরে চলতে চলতে এতদিনে মহাকাশযাত্রা করল চন্দ্রযান-৩। তবে চন্দ্রযান-১ লঞ্চ করেছিল ২০০৮ সালে তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। এরপর চন্দ্রযান-২ লঞ্চ করল ২০১৩ সালে। তখনও ক্ষমতায় ছিল কংগ্রেস। এরপর তিনি আরও বললেন, মঙ্গলযান হয়েছে ভারতবর্ষে। এখনও পর্যন্ত পৃথিবীতে চারটে দেশ মঙ্গল গ্রহে পৌঁছাতে পেরেছে। তার মধ্যে একটি হল ভারতবর্ষ। সেটারও শুরু হয়েছিল ২০১৩ সালে অর্থাৎ কংগ্রেসের আমলে। তবে এগুলো নিয়ে ঢোল বাজানোর কিছু নেই। কারণ এগুলো দেশের নির্দিষ্ট কোনো সরকারের কৃতিত্ব নয়; এগুলো সবই বিজ্ঞানীদের কৃতিত্ব।

Leave a Reply

error: Content is protected !!