Reported By : Binay Roy
৮ ই সেপ্টেম্বর, শুক্রবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ভাগীরথী মিল্ক ইউনিয়নে যারা কর্মচারী তাদেরকে আমরা দুগ্ধ চাষী বলি। যারা বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছে। বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে দুধের যে সমবায় তার যে প্রসার বা বৃদ্ধি ঘটেছে তা তাক লাগানো। গোটা পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য গ্রামীণ মানুষদের জন্য দুধের উৎপাদন সেটা তাদের অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারে। কিন্তু সেখানে আমরা পশ্চিমবঙ্গে দেখছি উল্টো চেহারা। সারা ভারতবর্ষ যখন দুধের উৎপাদনকে সামনে রেখে দুগ্ধ চাষীদের সমবায়ের মাধ্যমে আর্থিক দিক থেকে সবল করে তুলছে তখন পশ্চিমবঙ্গে একের পর এক সমবায় দুগ্ধ প্রকল্প গুলো বন্ধ হয়ে যাচ্ছে।