সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By : Binay Roy
২৪শে সেপ্টেম্বর, রবিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন একটাও শিল্প ধরার ক্ষমতা দিদির নেই। এছাড়াও বললেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তার একটা ছোট্ট আবেদন আছে। মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের নেতৃ। তিনি নাকি মাইনে নেন না, তার ঘরে কিছু নেই, তার কোনো ব্যবসাও নেই, তিনি নাকি যে সমস্ত বই লিখেছেন সেখান থেকে যা অর্থ পেয়েছেন তা দিয়েই নাকি তার সংসার চলে, তার তৈরি অভাবনীয় ছবি বিক্রি করে নাকি তার কেনাকাটা হয়। দিদির এতই যখন দুরবস্থা তাহলে কোন অবস্থার দৌলতে তিনি স্পেনে গিয়ে সবচেয়ে দামি হোটেলে যে হোটেলের ভাড়া ৩ লক্ষ প্রতিদিন সেখানে দিদি নিজে এবং তার পরিবার সবাই মিলে কাটিয়ে এলেন কেন এটাই অধীর বাবুর প্রশ্ন। এরপর অধীরবাবু আরও বললেন, বাংলার মানুষকে কি আপনি বলতে পারবেন এই সফরে আপনার কত টাকা খরচ হল। এরপর তিনি জানান, এটা দিদির সফর নয়। এটা কোনো শিল্প ধরার সফর নয়, এটা দিদি নিজস্ব উপভোগ করার, আনন্দ করার, আয়েশ করার, বাইরে মস্তি করার তার সফর এটা। আর তার জন্য এ বাংলার মানুষকে টাকা জোগাতে হল।

Leave a Reply

error: Content is protected !!