Reported By : Binay Roy
২৫শে সেপ্টেম্বর, সোমবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ডেঙ্গি যে আগামী দিনে মহামারীর আকার নেবে তা পশ্চিমবঙ্গ সরকার জেনে বুঝেও মানুষকে সচেতন বা সতর্ক করেনি। ডেঙ্গি মোকাবিলার জন্য কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন স্পেন যাত্রা নিয়ে। স্পেনের শিল্পপতিদের ধরার জন্য। কিন্তু অপরদিকে পশ্চিমবঙ্গে কে মরল বা কে বাঁচল তা দেখার সময় মুখ্যমন্ত্রীর নেই। অথচ সমস্ত বিশেষজ্ঞরা বলেছিলেন, আগস্ট- সেপ্টেম্বর নাগাদ ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই যদি সতর্ক না হওয়া হয় তাহলে ডেঙ্গি তার বিষাক্ত প্রভাব পশ্চিমবাংলায় হুরহুর করে ছড়াবে। আর আজকে হয়েছেও তাই। পশ্চিমবাংলার কোনো হাসপাতাল এর জন্য প্রস্তুত নয়, কোনো ডাক্তারও প্রস্তুত নয়। ডেঙ্গিতে কারোর মৃত্যু হলে সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এ কথা লেখা যাবে না। স্বাস্থ্য ক্ষেত্রে এ এক অদ্ভুত ধরনের স্বৈরাচারী মানসিকতা দেখা যাচ্ছে।