Reported By : Binay Roy
২৬শে সেপ্টেম্বর, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, বর্তমানের এই ডেঙ্গু তো Man made ডেঙ্গু। আরও বলতে গেলে মমতা made ডেঙ্গু। আরও বলতে গেলে government sponsor ডেঙ্গু। এ ডেঙ্গু হবে সবাই জানত। ডাক্তার জানে, রোগী জানে, সাধারণ মানুষ জানে, দিদিও জানেন। বাংলার মানুষ ভগবানের ভরসায় আল্লাহর ভরসায় বেঁচে থাকে। তাই সমস্ত দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। ডেঙ্গুর ফলে মৃত্যুকে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ বলা হচ্ছে না। মৃত্যুর কারণ সাধারণ মৃত্যু বলে দেখানো হচ্ছে। যাতে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত না হয়। এ বাংলায় চলছে পৈশাচিক রাজ।
এরপর তিনি আরও বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।