সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By : Binay Roy
১০ ই অক্টোবর, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বললেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মতো মুর্শিদাবাদ জেলাতেও হাজার হাজার কৃষক তারা অতিরিক্ত উপার্জনের জন্য দুগ্ধ উৎপাদন করেন। তাদেরকে আমরা বলি দুগ্ধ চাষী। সমবায় ব্যবস্থার মাধ্যমে তাদের যে উৎপাদিত দুধ সেই উৎপাদিত দুধের ন্যায্য মূল্য আদায় করার ব্যবস্থা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সেচ বিপ্লবের যে সূচনা হয়েছিল তার দৌলতে তা সম্ভব হয়েছিল। এই মুর্শিদাবাদ জেলার ভাগীরথী মিল্ক ইউনিয়ন এখানকার যে বিল্ডিং যন্ত্রপাতি তার মূল্য দিয়েছে এখানকার দুগ্ধ চাষীরা তাদের দুধের ওপরে লাভের একটা অংশ সরকারকে দিয়ে। অর্থাৎ এই ভাগীরথী মিল্ক ইউনিয়নের যারা প্রকৃত মালিক তারা হল মুর্শিদাবাদ জেলার দুগ্ধ চাষীরা। আর আজ তাদেরকেই মিল্ক ইউনিয়নে ঢুকতে দেওয়া হয় না। তাদের সঙ্গে আলোচনা করা হয় না। সমস্যার সমাধানের কোন ব্যবস্থা নেওয়া হয় না। রাজ্য সরকারের লক্ষ্য একটাই ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দেওয়া। আর তাই বিক্রি করে দেওয়ার জন্য প্রমাণ করতে হবে এই ভাগীরথী মিল্ক ইউনিয়ন পরিচালনা করে আর কোনো লাভ নেই।

Leave a Reply

error: Content is protected !!