Reported By:- Binoy Roy
বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বললেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে বেশ কিছু জায়গায় বোমা বিস্ফোরণ হয়। সেই সমস্ত এলাকায় এবার এল NIA প্রতিনিধি দল। সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা সহ বিভিন্ন জায়গায় এই NIA প্রতিনিধি দল আসে এবং খতিয়ে দেখে কি কারণে বোমা বিস্ফোরণ ঘটেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলাতে বোমা বাঁধতে গিয়ে ৬ই জুলাই বোমা ফেটে মৃত্যু হয় একজনের । ঘটনাটি ঘটে বেলডাঙা থানার মহেশপুরে।জানা যায়, বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় কামাল শেখ নামে এক ব্যক্তির। তার বাড়ি মহেশপুর এলাকায় বলে জানা গিয়েছে। বোমা বিস্ফোরণের পর দেহটি পড়েছিল এলাকায়।পাশাপাশি, গত ২৪শে জুন বেলডাঙা থানার মধ্যমপুর নতুনপাড়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রাণ যায় একজনের। সূত্রের খবর, এলাকার পাটের জমিতে বোমা বাঁধছিল আলিম শেখ সহ বেশ কয়েকজন। সেই সময় আচমকা বোমা ফেটে গেলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলিম শেখ। এছাড়াও মুর্শিদাবাদের বেলডাঙা ২ ব্লকের সোমপাড়া পঞ্চায়েতের ঘোল্লা এলাকায় বোমা বাঁধতে গিয়েই ঘটে এই বিস্ফোরণ। পুলিশ সুত্রে জানা যায়, সালারের সরমন্তপুর এলাকার বাসিন্দা জামিরুল সেখ ও শেরফুল মোল্লা নামে দুই ব্যক্তি রাতে বোম বাঁধতে এসেছিলেন শক্তিপুর থানার কোরাল পুকুরের ঘোল্লা এলাকায়। তখনই বিস্ফোরণে গুরুতর জখম হন। সেই অবস্থায় পালানোর সময় স্থানীয়রা তাঁদের ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। এবার সেই ঘটনায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় এল NIA প্রতিনিধি দল।