Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By:- Binoy Roy

তিনি শাসক দলকে কটাক্ষ করে বললেন শিক্ষা দপ্তরে দুর্নীতি যদি চুনোপুটি হয় তাহলে রেশন দপ্তরের দুর্নীতি রাঘব বোয়াল। এছাড়াও তিনি আরো বললেন খোকাবাবু ও দিদি মিলে কালো টাকাকে সাদা করছেন। এছাড়াও দিদির দলের যত বড় বড় নেতা-মন্ত্রী রয়েছে তারা সবাই কালো টাকা কে সাদা করা শিক্ষা দিচ্ছে । কালো টাকাকে সাদা করার শিক্ষা গোটা তৃণমূল পার্টির জুড়ে। সেই শিক্ষায় শিক্ষিত জ্যোতিপ্রিয় মল্লিক । এবং তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে বললেন সেই জ্যোতির বদলে অন্ধকে বেছে নিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!