Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By:- Binoy Roy

তিনি বললেন মুর্শিদাবাদ এখন পুরো মাইন্ড ফিল্ড হয়ে আছে। কখন কোথায় কে বোমা দেখে ফেলছে তার কোন হিসাব নেই কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার থানায় থানায় আইসিদের ও ওসিদের মদতে এই মুর্শিদাবাদ জেলায় যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে ঘোষণা করার জন্য বোমা প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছিল। এবং যে সমস্ত বোমা গুলি ব্যবহৃত হয়নি সেগুলি কোনভাবে ডিসপোজ হয়নি তাই সেই সমস্ত বোমা গুলি সমস্ত মজুদ করে রাখা ছিল। সেই জন্য এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে বোমা আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের মদতে।

Leave a Reply

error: Content is protected !!