Reported By:- Binoy Roy
তিনি বললেন ক্ষমতায় থাকা পার্টি যদি তাদের সাহায্য না করেন তাহলে বাংলার মধ্যে কাকাবাবু, খোকাবাবু, নুরজাহান, শাহজাহান কারোর উদ্ভব ঘটতো না। তিনি আরো তৃণমূলকে কটাক্ষ করে বললেন হয়তো বাংলায় এমন কিছুই ছিল যার ফলে বাংলায় ED কে ঢুকতে দেওয়া হয়নি। ইডির উপর আক্রমণ করা হয়েছে। এগুলি হল সম্পূর্ণ পরিকল্পিত বা সুসংগঠিত আক্রমণ। বাংলার পুলিশ ও তৃণমূল পার্টি থেকে শুরু করে সাধারণ জনগণও জানে এদিকে যদি বাংলায় ঢুকতে দেওয়া হয় তাহলে তৃণমূলের নেতাদের আর কোথাও যাবার জায়গা থাকবে না।