Reported By:- Masud Rana
আবু তাহের খান 1963 সালে মুর্শিদাবাদ জেলার নওদায় বাঙালি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বরকতুল্লাহ খান এবং মাতার নাম সাবিজান বেওয়া। 1980 সালে, তিনি বেলডাঙ্গার হরেকনগর এমএমসিভিপি থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পাস করেন
আবু তাহের খান ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন মান্নান হোসেন নেতৃত্বে জেলার ছাত্রসভাপতির দায়িত্ব দেয়া হয় তারপরেই সে সর্বপ্রথম পঞ্চায়েত সমিতি ভোটে নির্বাচিত হন
তার তারপরেই নওদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের হয়ে ভোটে লড়েন এবং নওদা বিধানসভা কেন্দ্রে থেকে কংগ্রেসের চারবারের বিধায়ক হন আবু তাহের খান তারপরেই আবু তাহের খান কে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি করেন অধীর চৌধুরী মমতা ব্যানার্জির উন্নয়ন সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন স্বার্থে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে আবু তাহের খানকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেন এবং সে সিপিএমের প্রার্থী বদরুজ্জাহা কে হারিয়ে আবু তাহের খান জয়লাভ করেন তারপরেই আবু তাহের খান কে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করেন