১৩ই মে অর্থাৎ সোমবার বহরমপুর লোকসভা নির্বাচনের দিন বহরমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি আত্মবিশেষের সাথে বললেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবেন। এছাড়াও তিনি অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে বললেন আজ বহরমপুর থানা থেকে অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমানোর কথা বলা হয়েছে সে বিষয়ে তিনি জানালেন এগুলি সমস্ত ইলেকশন কমিশনের কাজ ও পুলিশ প্রশাসনের কাজ। এতে আমার হস্তক্ষেপ করার কোন অধিকার নেই তাদের যেটা মনে হয়েছে তারা সেটি করেছে।