Skip to content
সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস

Reported By : Binay Roy ২৫ শে জুলাই, মঙ্গলবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা সেই সঙ্গে সঙ্গে ২০২৩ এর সাংসদ রত্ন শ্রী অধীর চৌধুরী গত পরশুদিন ইস্টার্ন রেলের আধিকারিকদের সঙ্গে মুর্শিদাবাদ স্টেশন, নসিপুর স্টেশন এবং নসিপুর ব্রিজ পরিদর্শন করেন। তারপর থেকে আমরা দেখলাম মুর্শিদাবাদের রাজনীতির আঙ্গিনায় বিরোধীরা সোচ্চার হয়েছেন যারা এতদিন রেল সংক্রান্ত ব্যাপারে ঘুমিয়ে ছিলেন। বিরোধীরা বিরোধিতা করবে এটা স্বাভাবিক। কিন্তু উল্টোপাল্টা বকে যাবে এইরকম বিরোধীদের কথা মুর্শিদাবাদের মানুষ আর শুনতে রাজি নয়। বিজেপির বিধায়ক গৌরীশংকর বাবু বিরোধীদল করলেও অন্যদের থেকে একটু আলাদা। তিনি শালীনতা বজায় রেখে সব সময় কথা বলেন। কিন্তু এই নসিপুর রেল ব্রিজে অধীর চৌধুরীর কি অবদান ; তিনি বলছেন যে অধীর চৌধুরী রেলের মন্ত্রী হিসেবে কিছুই করেননি। এরপর জয়ন্ত বাবু বলেন, আঞ্চলিক বিজেপি নেতারা যে মত পোষণ করে কেন্দ্র নেতারা সেই একই মত পোষণ করেন কিনা। তাই যদি হবে তাহলে অশ্বিনী জি যিনি রেলমন্ত্রী, পীযূষ গোয়েন তারা অধীর চৌধুরীকে এতটা সম্মান করতেন না বা অধীর চৌধুরীর যে কৃতিত্ব তারা মেনে নিয়েছেন বলেই এই নসিপুর রেল ব্রিজে রেল আধিকারিকরা অধীর চৌধুরীকে নিয়েই পরিদর্শন করেছেন।

Leave a Reply

error: Content is protected !!