লালদীঘিতে মাছ মারা যাওয়ার ঘটনা পরিদর্শন করতে গেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যানের হুমকির মুখে পড়তে হয়, সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে ও জেলা পুলিশ সুপারকে চিঠি লিখে জানান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও অর্গানাইজেশন মনোজ চক্রবর্তী। রবিবার মনোজ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি অধীর চৌধুরীকে হুমকির সুরে জানিয়েছেন, পৌরসভা থেকে লোক নিয়ে গিয়ে বাড়ি ভাঙচুর করা হবে এবং কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালানো হবে। ঘটনার কথা লিখিত ভাবে নির্বাচন কমিশন ও জেলা পুলিশ সুপারকে জানানো সত্বেও এখন পর্যন্ত কোন সদুত্তর পাওয়া যায়নি। তাই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুনরায় তাদেরকে এই ঘটনার কথা তিনি জানান।