Reported By : Binay Roy
১২ ই জুলাই, বুধবার, বহরমপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল জেলা সভাধিপতি শাওনি সিংহ রায়। উক্ত বৈঠকে তিনি বললেন, সামনে লোকসভা নির্বাচন। তাই বিরোধীরা ভীষণভাবে আতঙ্কগ্রস্ত কারণ এবার যে ফলাফল হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে ২০২৪ এর প্রাক্কালে একটা বার্তা মানুষের মধ্যে যাচ্ছে তিনটে লোকসভার সিট কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের কাছেই আসবে। আর এই হীনমন্যতা থেকেই হয়তো বিরোধীরা কিছু কাণ্ডকারখানা ঘটিয়ে দিচ্ছে। কিন্তু এটা কখনোই কাম্য নয়। তাই প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এরপর তিনি জানান যে, কোনো পঞ্চায়েত গঠন না হলেও তারা তাদের দলে কোনো নির্দল প্রার্থীকে নেবেন না। কারণ ইতিমধ্যে যে হিরিক পড়েছে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতিরা যেভাবে আমাদের জানাচ্ছেন কংগ্রেস সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে যারা জয়ী হয়েছেন তাদের আসার যে হিরিক পড়েছে সেটা আমরা দল রাজ্যকে জানিয়েছি। এবার রাজ্য সিদ্ধান্ত নেবে যে তাদেরকে নেওয়া হবে কি হবে না।