সাংবাদিক বৈঠকে শাখারব সরকার

সাংবাদিক বৈঠকে শাখারব সরকার

Reported By : Binay Roy
২৫শে ডিসেম্বর, সোমবার, জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার মহাশয়। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, মুর্শিদাবাদ জেলায় কিছু প্রকল্পের জন্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে তারা রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং দীর্ঘদিনের দাবি- সাটুই চৌরিগাছা থেকে কান্দি পর্যন্ত রাস্তার দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে দীর্ঘক্ষণ আলোচনাও করেছেন। এরপর তিনি আরো বললেন, বৈষ্ণবজি তাদের কথা মেনে নিয়েছেন এবং তাদেরকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন। বৈষ্ণবজি এটাও বলেছেন যে, তিনি খুব তাড়াতাড়ি একটা সার্ভে করতে পাঠাবেন।

Leave a Reply

Translate »
error: Content is protected !!