Reported By:- Binoy Roy
তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বললেন, দিদি শাহাজানের সব সম্পত্তি রক্ষা করে চলেছেন। আজ যদি সিবিআইয়ের আন্ডারে শাহজাহানের সব সম্পত্তি সিজ করা হয় তাহলে বসিরহাটের এসপিকেও পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী যদি এইসব খবরগুলো লিক না করতো তাহলে কারোর ক্ষমতা ছিল না ইদি বা সিবিআই যে রেড করছে তা ধরা।