Reported By : Binay Roy
১৮ ই জুন, ২০২৩, জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন, তৃণমূল কংগ্রেস বাংলায় একটা বড় পরিবার। এই পরিবারে তারা দলের নির্দেশ অনুসারে প্রার্থী নির্বাচন করেছেন। তথাপি যদি এই পরিবারের কোন সদস্য আবেগবশত বা রাগবশত তারা যদি নমিনেশন ফাইল করে থাকে তাদেরকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে তারা তাদের এই নমিনেশন তুলে নিন এবং দলীয় যিনি প্রার্থী হবেন তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করুন দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দলকে জয়যুক্ত করতে। দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার পরেও তারা নির্দল প্রার্থী হওয়ার জন্য বসে রয়েছেন। তাদেরকে অনুরোধ করা হচ্ছে, তারা অবিলম্বে তাদের প্রার্থী পদ তুলে নিন।